kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

মির্জাপুরে ইয়াবা সেবনের সময় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি   

১২ জানুয়ারি, ২০১৯ ১৩:৪৯ | পড়া যাবে ১ মিনিটেমির্জাপুরে ইয়াবা সেবনের সময় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২

টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ ইয়াবা সেবনের সময় যুবলীগ নেতা ফেরদৌস আলম পাহাড়ি ও মান্নান মিয়াকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে বাঁশতৈল ফাঁড়ির উপরিদর্শক (এসআই) মুকুলের নেতৃত্বে পুলিশ বাঁশতৈল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় পুলিশ ছয় পিস ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করে।  

জানা গেছে, মির্জাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ফেরদৌস আলম পাহাড়ি ও মান্নান মিয়া দীর্ঘদিন যাবৎ মাদক সেবন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বাঁশতৈল ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনের সময় ৬ পিস ইয়াবা ও সেবনের সরঞ্জামসহ তাদের গ্রেপ্তার করে। মির্জাপুর থানা পুলিশ শনিবার সকালে তাদের আদালতে পাঠিয়েছে।

ফেরদৌস আলম পাহাড়ি এ উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নবাব মিয়ার ছেলে ও মান্নান মিয়া একই ইউনিয়নের খবির উদ্দিনের ছেলে বলে জানা গেছে। 

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হকের সঙ্গে কথা হলে তিনি বলেন, ইয়াবা নয়, সেবনের সরঞ্জামসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মন্তব্যসাতদিনের সেরা