kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

ত্রিশালে পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি   

১২ জানুয়ারি, ২০১৯ ০৪:৪৬ | পড়া যাবে ১ মিনিটেত্রিশালে পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া সড়কের পাশের পুকুর থেকে অজ্ঞাত এক বৃদ্ধার (৫৫) লাশ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে এক অজ্ঞাত বৃদ্ধার লাশ পুকুরে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। 

মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ত্রিশাল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা