kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

বঙ্গবন্ধু সেতুতে ট্রাকে আগুন

কালের কণ্ঠ অনলাইন   

১১ জানুয়ারি, ২০১৯ ১৪:০৫ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গবন্ধু সেতুতে ট্রাকে আগুন

ফাইল ফটো

বঙ্গবন্ধু সেতুর ওপর একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পথে যান চলাচল বন্ধ রয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সেতুর ৩৯নং পিলারের কাছে ট্রাকটিতে আগুন লাগে। পরে আগুন নিভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল হামিদ বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রাকটি সেতুর ৩৯নং ব্রিজের পিলারের কাছে এসে চাকা পাংচার হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিদগ্ধ ট্রাকটি সেতুর ওপর থাকায় উত্তরবঙ্গগামী পথে যানচলাচল বন্ধ রয়েছে। তবে ট্রাকটি সরিয়ে ফেললে অল্প কিছুক্ষণের মধ্যেই লেনটি চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মন্তব্যসাতদিনের সেরা