kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

বিনা চিকিৎসায় ধুঁকছেন খাদিজা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি    

৫ জানুয়ারি, ২০১৯ ১২:৩৪ | পড়া যাবে ২ মিনিটেবিনা চিকিৎসায় ধুঁকছেন খাদিজা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর মধ্যেপাড়া গ্রামের দিনমজুর আল-আমিনের স্ত্রী খাদিজা বেগম (২৭)। এক ছেলে ও এক মেয়ে নিয়ে তাঁদের ছোট্ট সংসার ভালোই চলছিল। কিন্তু হঠাৎ ২০১৫ সালের মাঝের দিকে মেয়ের ধরা পড়ে লিভারে সমস্যা। সেই মেয়ের চিকিৎসায় খরচ করতে করতে একেবারে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। কিন্তু তারপরেও মেয়েকে বাঁচানো সম্ভব হয়নি। সে চলে গেছে না ফেরার দেশে। এর কিছুদিন পর থেকে মা খাদিজা বেগমও অসুস্থ হয়ে পড়েন। মেয়েকে হারানোর বেদনায় তিনি হয়ে যান পাগলের মতো। টাকার অভাবে চিকিৎসা করাতে না পারায় খাদিজার অবস্থা দিন দিন অবনতির দিকেই যাচ্ছে। এখন খাদিজা মুমূর্ষু অবস্থায় আছে। বর্তমানে তিনি তিন মাসের গর্ভবতী। এ অবস্থায় খাদিজা কী বিনা চিকিৎসায় মারা যাবে?

খাদিজার স্বামী আল আমিন বলেন, ‘মেয়ের চিকিৎসায় কোনো কমতি রাখি নাই। কিন্তু মেয়ে মারা যাওয়ার পর থেকেই খাদিজা অসুস্থ হতে থাকে। এখন আমরা টাকার অভাবে চিকিৎসা করাতে পারি না। খাদিজার অবস্থাও খুব খারাপ। আমি খাদিজার চিকিৎসার জন্য সমাজের মানুষের সাহায্য-সহযোগিতা চাই।’ কেউ সহযোগিতা করতে চাইলে বিকাশে অথবা বাড়িতে গিয়ে সরাসরি সহযোগিতা করতে পারেন। যোগাযোগের জন্য :

০১৮১৮-৮৮১৫৪৯, টাকা পাঠানোর জন্য বিকাশ, পারসোনাল :

০১৬৮১-৩৭৪২৪২

মন্তব্যসাতদিনের সেরা