kalerkantho

মঙ্গলবার। ২০ আগস্ট ২০১৯। ৫ ভাদ্র ১৪২৬। ১৮ জিলহজ ১৪৪০

সাধারণ জনগণের সাথে বালিশ খেলায় অংশ নিলেন দুর্জয়

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি   

১৬ ডিসেম্বর, ২০১৮ ২০:৩৫ | পড়া যাবে ২ মিনিটেসাধারণ জনগণের সাথে বালিশ খেলায় অংশ নিলেন দুর্জয়

মানিকগঞ্জের শিবালয়ে আরিচা ডাকবাংলোর সামনে নির্বাচনী প্রচারণায় এসে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে স্থানীয় জনগণদের সাথে নিয়ে বালিশ-বালিশ খেলা খেললেন মানিকগঞ্জ ১ আসনের আওয়ামী লীগ প্রার্থী এ এম নাঈমুর রহমান দুর্জয়। এ সময় তিনি শত শত সাধারণ জনগণকে সাথে নিয়ে নিজে এ খেলায় অংশগ্রহণ করেন।

জানা গেছে, আজ রবিবার মহান বিজয় দিবস উপলক্ষে শিবালয় বন্দর ব্যবসায়ীক সমাজ কল্যাণ সমিতি গ্রাম্য বালিশ খেলার আয়োজন করে। খেলায় অর্ধশতাধিক মানুষ অংশ নেয়। এ সময় মানিকগঞ্জ ১ আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও নৌকা প্রতীকের প্রার্থী এ এম নাঈমুর রহমান দুর্জয় সাধারণ মানুষের সাথে বালিশ খেলায় অংশগ্রহণ করেন।

খেলার নিয়ম অনুযায়ী খেলোয়াড়রা গোল হয়ে দাঁড়াবে। পরে বালিশ এক জনের হাত থেকে অন্যের হাতে দেবে। এ সময় ঢোল বা মিউজিক বাজতে থাকবে। যখন ঢোল বাজানো শেষ হবে এবং যার হাতে বালিশ থাকবে সে খেলায় অযোগ্য হিসাবে গণ্য হবে। খেলা প্রায় আধা ঘণ্টা পর্যন্ত চলার পর অমীমাংসিতভাবে শেষ হয়।

খেলা শেষে নৌকার প্রার্থী দুর্জয় কালের কণ্ঠকে বলেন, বালিশ-বালিশ খেলা আমদের গ্রাম বাংলার ঐতিহ্য। গ্রামীণ খেলাগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় এ খেলা। এ খেলায় অংশগ্রহণ করতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে। এ ছাড়া আমি খেলাধুলার মানুষ তাই যে কোনো খেলায় অংশগ্রহণ করাটা আমার কাছে খুব আগ্রহের বিষয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সেলিম রেজা কালের কণ্ঠকে বলেন, একজন এমপি সাধারণ মানুষের সাথে মিশে খেলায় অংশ নিচ্ছে এটা কিন্তু আমাদের কাছে একটা ভালো দিক মনে হয়েছে। এবং তিনি যে সাধারণ মানুষের নেতা তা আবার প্রমাণ করলেন।

নির্বাচনী প্রচারণা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান জানু, সহসভাপতি বাবু বিকাশ সাহা, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুর রহমান জনি, আরেক সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম রান, মনিরুল ইসলাম খান, হালিম মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সেলিম রেজা, সম্পাদক দুলাল হোসেনসহ প্রমূখ।

মন্তব্যসাতদিনের সেরা