kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

বেরোবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ১৮ ডিসেম্বর

রংপুর অফিস   

১৬ ডিসেম্বর, ২০১৮ ১৯:৩৩ | পড়া যাবে ১ মিনিটেবেরোবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ১৮ ডিসেম্বর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ১৮ ডিসেম্বর প্রকাশ করা হবে।

গতকাল শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ভর্তি পরীক্ষার ৭ম সভায় পূর্বনির্ধারিত তারিখেই পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। 

উল্লেখ্য, গত ২ থেকে ৫ ডিসেম্বর ২০১৮ ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার ফলাফল এবং প্রয়োজনীয় সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.brur.ac.bd)-এর মাধ্যমে জানা যাবে। 

মন্তব্যসাতদিনের সেরা