kalerkantho

মঙ্গলবার। ২০ আগস্ট ২০১৯। ৫ ভাদ্র ১৪২৬। ১৮ জিলহজ ১৪৪০

ডোমারে জামায়াতের চার কর্মী আটক

ডোমার (নীলফামারী) প্রতিনিধি   

১৬ ডিসেম্বর, ২০১৮ ১৯:১৩ | পড়া যাবে ১ মিনিটেডোমারে জামায়াতের চার কর্মী আটক

নীলফামারীর ডোমারে পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় জামায়াতের চারজন কর্মীকে আটক করা হয়েছে। এ সময় তিনজন পুলিশ সদস্য আহত হয়। ডোমার থানায় এ ঘটনায় আজ রবিবার মামলা হয়েছে।

আটকরা হলো- উপজেলার পশ্চিম চিকনমাটি খমির উদ্দিন পাড়ার মোস্তাকিনের ছেলে জাহাঙ্গীর আলম, একই এলাকার আব্দুল খালেকের ছেলে আবু বক্কর সিদ্দিক, বড় রাউতা সাহার উদ্দিন পাড়ার আজগর আলীর ছেলে মজিবর মুন্সি ও সামসুদ্দিনের ছেলে ইউসুফ আলী। আহত পুলিশ সদস্যরা হলো- এএসআই ফারুক, কনস্টেবল রেজাউল ও শরিফুল।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা জানান, শনিবার গভীর রাতে এসআই খাদেমুলের নেতৃত্বে একদল পুলিশ টহল দেওয়ার সময় ডোমার সদর ইউনিয়নের মনজুপাড়ায় আটককৃতরা পুলিশকে লক্ষ করে ই্ট পাটকেল ছুঁড়তে থাকে। তাদের ইটের আঘাতে তিনজন পুলিশ সদস্য আহত হয়। এদের মধ্যে একজন এএসআই ফারুক। এ ঘটনায় আজ রবিবার এসআই খাদেমুল বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। যার নম্বর ৩ বলেও তিনি জানিয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা