kalerkantho

মঙ্গলবার। ২০ আগস্ট ২০১৯। ৫ ভাদ্র ১৪২৬। ১৮ জিলহজ ১৪৪০

পূর্বধলায় বিজয় দিবস উদযাপিত

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি    

১৬ ডিসেম্বর, ২০১৮ ১৮:৩৭ | পড়া যাবে ১ মিনিটেপূর্বধলায় বিজয় দিবস উদযাপিত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ রবিবার এ উপলক্ষে তোপধ্বনি, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বিজয় শোভাযাত্রা, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, পুলিশ প্রশাসন, পূর্বধলা প্রেস ক্লাব, মাধ্যমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উপজেলা পরিষদ চত্তরের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে।

সকালে পূর্বধলা জে এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ, ডিসপ্লে, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনাসভা, অনুষ্ঠিত হয়।

এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও নানান কর্মসূচী পালিত হয়েছে। মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়, হোগলা উচ্চ বিদ্যালয়, আগিয়া উচ্চ বিদ্যালয়ে বিজয় শোভাযাত্রা, ক্রিকেট টুর্নামেন্ট, আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা