kalerkantho

যথাযোগ্য মর্যাদায় ফুলপুরে পালিত হচ্ছে বিজয় দিবস

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    

১৬ ডিসেম্বর, ২০১৮ ১৭:২৭ | পড়া যাবে ১ মিনিটেযথাযোগ্য মর্যাদায় ফুলপুরে পালিত হচ্ছে বিজয় দিবস

ময়মনসিংহের ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় ৪৭তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে আজ রবিবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. আবুল বাসার আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব এম এ হাকিম সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ কুতুব চৌধুরী, ফুলপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ বদরুল আলম খান প্রমূখ।

এ ছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ, খেলাধুলা, কুঁচকাওয়াজ, প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনা টিকিটে মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা প্রদর্শন আলোচনাসভা কর্মসূচীর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন পৃথক পৃথকভাবে নিজ নিজ কর্মসূচী পালন করে। 

মন্তব্যসাতদিনের সেরা