kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি    

১৩ ডিসেম্বর, ২০১৮ ১৯:০৪ | পড়া যাবে ১ মিনিটেচুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামে ট্রাকের সাথে ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই সহোদরসহ তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন কুলপালা গ্রামের আকুল শেখের ছেলে রাকিব (২২) ও সাকিব (১২)। 

আলমডাঙ্গা থানার ওসি আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান জানান, মেহেরপুর-চুয়াডাঙ্গা প্রধান সড়ক দিয়ে একটি ট্রাক দ্রুতগতিতে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। ট্রাকটি আলমডাঙ্গার কুলপালা গ্রামে একটি ইঞ্জিনচালিত যানবাহন ভটভটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় ভটভটিচালক ঘটনাস্থলেই মারা যান। ভটভটিকে ধাক্কা মারার পর ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই ভাই রাকিব ও সাকিবকে ধাক্কা মারে। তাদের দুজনকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

এ দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন। তারা ভটভটির যাত্রী ছিলেন। আহত দুজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

মন্তব্যসাতদিনের সেরা