kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

মির্জাপুর মুক্ত দিবসে নৌকার পক্ষে প্রচারণা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি   

১৩ ডিসেম্বর, ২০১৮ ১৫:৫৬ | পড়া যাবে ১ মিনিটেমির্জাপুর মুক্ত দিবসে নৌকার পক্ষে প্রচারণা

টাঙ্গাইলের মির্জাপুরে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। মুক্ত দিবেসের শোভাযাত্রা ও সমাবেশ নৌকার পক্ষে নির্বাচনী সভায় রূপ নেয়। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে সদরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জয় বাংলা এবং নৌকা স্লোগানে মুখরিত হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর, মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন মনি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী একাব্বর হোসেনের পুত্র তাহরীম হোসেন সীমান্ত প্রমুখ।

বক্তারা বিজয়ের মাসে আর একটি বিজয়ের জন্য আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার জন্য মুক্তিযোদ্ধা এবং এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

মন্তব্যসাতদিনের সেরা