kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

মানিকগঞ্জ-৩ আসন

বিএনপি প্রার্থী রিতার ভোট আটকে গেল

কালের কণ্ঠ অনলাইন   

১৩ ডিসেম্বর, ২০১৮ ০১:৫৪ | পড়া যাবে ১ মিনিটেবিএনপি প্রার্থী রিতার ভোট আটকে গেল

বেগম আফরোজা খান রিতা

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী বেগম আফরোজা খান রিতার মনোনয়নপত্র বৈধ ঘোষণার নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। সোনালী ব্যাংকের করা এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতে সোনালী ব্যাংকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এম রোকনুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। পরে মোতাহার হোসেন সাজু জানান, ঋণখেলাপি বলে গত ২ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা রিতার মনোনয়নপত্র বাতিল করেন। 

এর বিরুদ্ধে আপিল করলে ইসি ৯ ডিসেম্বর তা মঞ্জুর করে রিতাকে বৈধ প্রার্থী ঘোষণা করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে সোনালী ব্যাংক রিট করলে হাইকোর্ট ইসির সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেন। ফলে রিতা নির্বাচনে অংশ নিতে পারছেন না।

মন্তব্যসাতদিনের সেরা