kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থীকে জরিমানা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি   

১৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০৫ | পড়া যাবে ১ মিনিটেআচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থীকে জরিমানা

ছবি: কালের কণ্ঠ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বুধবার বিকেলে সিলেটের বিশ্বনাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমির উদ্দিনকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

প্রচার কাজে ব্যবহৃত অটোরিকসা (সিএনজি) গাড়িতে হাতপাখা প্রতিক সম্বলিত পোস্টার লাগিয়ে প্রচার করার অভিযোগে এ জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা আদালত পরিচালনা করেন। এ সময় থানার এসআই লিটন রায়ের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিল।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক প্রার্থীকে দুই হাজার টাকা জরিমানা আদায়ের সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, নির্বাচনের আগ পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

মন্তব্যসাতদিনের সেরা