kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

শিবগঞ্জে নদী ভাঙন কবলিতদের স্যানিটেশন সামগ্রী বিতরণ

আঞ্চলিক প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ   

১২ ডিসেম্বর, ২০১৮ ২৩:২৪ | পড়া যাবে ১ মিনিটেশিবগঞ্জে নদী ভাঙন কবলিতদের স্যানিটেশন সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে নদী ভাঙন কবলিত মানুষের সঙ্গে সচিব জিল্লার রহমান মতবিনিময় সভা করেছেন।

বুধবার সকালে পাঁকা ইউনিয়ন পরিষদ চত্বরে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা সমাজসেবা অফিস। পাঁকা ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান।

এ সময় জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক নূর মোহাম্মদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, বিনোদপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় নদী ভাঙন কবলিত মানুষের পাশে থাকার কথা ব্যক্ত করেন সচিব মো. জিল্লার রহমান। অন্যদিকে শিবগঞ্জ উপজেলার ৬০ টি বেসরকারি সংস্থার সমন্বয়ে গঠিত এনজিও ফোরামের উদ্যোগে বুধবার দুপুরে দূর্লভপুর ইউনিয়ন পরিষদ চত্বরে স্যানিটেশন সামগ্রী বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান।

স্যানিটেশন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু।

মন্তব্যসাতদিনের সেরা