kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার আরোহী নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১০ ডিসেম্বর, ২০১৮ ১২:১৩ | পড়া যাবে ১ মিনিটেমুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার আরোহী নিহত

মুন্সিগঞ্জের লৌহজংয়ে প্রাইভেটকার ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফুয়াদ হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার ভোর পৌনে পাঁচটার দিকে উপজেলার কুমারভোগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  এ দুর্ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ফুয়াদ রাজধানীর উত্তরার বাসিন্দা। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছিল তাঁর।

এ ব্যাপারে লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) মো. রাজিব খান জানান, ঢাকা থেকে রাতে খাওয়ার উদ্দেশে ফুয়াদসহ পাঁচজন প্রাইভেটকারে করে মাওয়া ঘাটে আসেন। ভোরে রাজধানীর উদ্দেশে ফিরে যাচ্ছিলেন তাঁরা। পৌনে পাঁচটার দিকে কুমারভোগ পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাওয়া ঘাটগামী মালবাহী একটি ট্রাকের সঙ্গে তাঁদের প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফুয়াদ মারা যান। প্রাইভেটকারে থাকা অন্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মন্তব্যসাতদিনের সেরা