kalerkantho

মঙ্গলবার। ২০ আগস্ট ২০১৯। ৫ ভাদ্র ১৪২৬। ১৮ জিলহজ ১৪৪০

কুমিল্লায় ৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

১০ ডিসেম্বর, ২০১৮ ০১:১৩ | পড়া যাবে ২ মিনিটেকুমিল্লায় ৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কুমিল্লায় ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এদের মধ্যে বিএনপির ৩ জন, জাতীয় পার্টির ১ জন, গণফোরামের ২ জন ও বাংলাদেশ তরিক ফেডারেশনের ২ জন।

মনোনয়ন প্রত্যাহার করা বিএনপির ৩ জন হলেন- কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনে মোস্তাক মিয়া। এ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন হাজী আমিনুর রশিদ ইয়াছিন। কুমিল্লা-৯ (লাকসাম- মনোহরগঞ্জ) আসনে মো. মফিজুর রহমান। এ আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন এম আনোয়ার উল আজিম। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন কাজী নাসিমুল হক। চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

এ ছাড়াও কুমিল্লা-১১ আসনে জাতীয় পার্টির খায়েজ আহমেদ, কুমিল্লা-৩ আসনে গণফোরামের মোশতাক আহমেদ, একই দলের কুমিল্লা-১১ আসনের আবদুর রহমান জাহাঙ্গীর, কুমিল্লা-৮ ও কুমিল্লা-৯ আসনে বাংলাদেশ ত্বরিকত ফেডারেশনের সৈয়দ রেজাউল হক চাঁদপুরী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. জাহাঙ্গীর হোসেন রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৫টি আসন থেকে মনোনয়ন জমা দেওয়া ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

মন্তব্যসাতদিনের সেরা