kalerkantho

নেত্রকোনা-৩: আওয়ামী লীগের নতুন মুখ অসীম কুমার উকিল

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি   

২৬ নভেম্বর, ২০১৮ ১৬:০৩ | পড়া যাবে ১ মিনিটেনেত্রকোনা-৩: আওয়ামী লীগের নতুন মুখ অসীম কুমার উকিল

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসন থেকে এবার নতুন মুখ হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

গতকাল রবিবার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত এ চিঠি পান অসীম কুমার উকিল।

এদিকে আসনটিতে নতুন মুখ হিসেবে অসীম কুমার উকিলের দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার খবরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এর অংশ হিসেবে বিভিন্ন জায়গায় স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়ন নিয়ে আজ সোমবার তিনি এলাকায় আসছেন। এ খবরে কেন্দুয়া ও আটপাড়া উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসী তাকে শুভেচ্ছা জানাতে প্রস্তুতি নিয়েছেন।

ছাত্রলীগের রাজনীতি দিয়ে অসীম কুমার উকিলের উত্থান। এর আগে তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ছিলেন।

তাছাড়া তার স্ত্রী ও সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা অপু উকিল বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

মন্তব্যসাতদিনের সেরা