kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১                       

ইয়াবাসহ রাঙ্গামাটি কলেজ ছাত্রদল সভাপতি আটক

কালের কণ্ঠ অনলাইন   

২১ নভেম্বর, ২০১৮ ০৪:২৪ | পড়া যাবে ১ মিনিটেইয়াবাসহ রাঙ্গামাটি কলেজ ছাত্রদল সভাপতি আটক

রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান চৌধুরী সুজনকে (৩০) ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে শহরের কলেজ গেট আমানতবাগ এলাকায় থেকে তাকে আটক করা হয়।

রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর (সুমন) বলেন, আমি এখনো পুরো ঘটনা শুনিনি। যদি এমন ঘটনা ঘটে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইমরান চৌধুরী সুজনকে আমানতবাগ তৈয়ব শাহ স্টোর থেকে আটক করা হয়। অভিযানে তার থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্যসাতদিনের সেরা