kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

সংসদ নির্বাচন

ছাতকে প্রার্থীদের যাবতীয় প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি    

১৮ নভেম্বর, ২০১৮ ০১:০১ | পড়া যাবে ১ মিনিটেছাতকে প্রার্থীদের যাবতীয় প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, বিলবোর্ড, ব্যানারসহ সব ধরনের প্রচারণা সামগ্রী সরানোর নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন।

সময়সীমা শেষ হওয়ার একদিন আগে নির্দেশনা না মানায় ছাতকে পোস্টার, ব্যানার, বিলবোর্ড অপসারণের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।

শনিবার সকাল থেকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, বিলবোর্ড অপসারণের কাজ শুরু করে। 

পুলিশ সদস্যদের সহায়তায় এ অপসারণ অভিযান চালানো হয়। 

এদিকে নির্ধারিত সময়সীমা পার হবার একদিন বাকি থাকলেও উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীর পোস্টার, ব্যানার, বিলবোর্ড এখনো রয়ে গেছে। 

নির্বাচন কমিশনের নির্দেশনার পরও এখন পর্যন্ত নির্বাচনী বিলবোর্ড ও ব্যানারসহ সব ধরনের প্রচারণা সামগ্রী অপসারণের কোনো উদ্যোগ নেয়নি মনোনয়ন প্রত্যাশী কিংবা তার সমর্থকরা। 

এ ব্যাপারে সোনিয়া সুলতানা বলেন, নির্বাচনের প্রচারণা সামগ্রী শনিবার রাতের মধ্যে না সরালে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থাসহ সম্ভাব্য প্রার্থীদের জরিমানা করা হবে। 

মন্তব্যসাতদিনের সেরা