kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১                       

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

ফরিদপুরে মহিলা ইউপি সদস্যদের সঙ্গে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৫ নভেম্বর, ২০১৮ ০২:১৩ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুরে মহিলা ইউপি সদস্যদের সঙ্গে মতবিনিময়

ছবি: কালের কণ্ঠ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ফরিদপুরের ১২টি ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার দুপুরে শহরের বদরপুরে অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে শহর ও কোতয়ালী আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল প্রমুখ। 

বক্তরা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের উন্নয়ন করেছে। সেই উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে আগামী  জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। তারা বলেন,এ লক্ষ্যে সমস্ত ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের ঐক্য সমুন্নত রাখতে ও আওয়ামী লীগকে আবার জয়যুক্ত করতে ভোটারদের ঘরে ঘরে যেতে হবে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগ প্রার্থী ছাড়া কোনো বিকল্প নেই।

মন্তব্যসাতদিনের সেরা