kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল-গুলিসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   

৯ নভেম্বর, ২০১৮ ১৪:৪২ | পড়া যাবে ১ মিনিটেচাঁপাইনবাবগঞ্জে পিস্তল-গুলিসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সোনামসজিদ জালশুকারবিল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া এলাকার মৃত দুখু মিয়ার ছেলে নজরুল ইসলাম (৪০) ও ফরিদপুর জেলার বোয়ালমারী উপচেলার সসরাইল এলাকার মৃত মুনছুর মোল্লার ছেলে আলমগীর মোল্লা (৩০)।

এ ব্যাপারে র‌্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি দল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ জালশুকারবিল এলাকায় অভিযান চালায়। এ সময় ফরিদপুরের শীর্ষ অস্ত্র ব্যবসায়ী আলমগীর মোল্লা ও নজরুল ইসলাম একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র‌্যাব। এই ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। 
       

মন্তব্যসাতদিনের সেরা