kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১                       

জীবননগরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি   

২৩ অক্টোবর, ২০১৮ ১৮:৩৫ | পড়া যাবে ২ মিনিটেজীবননগরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে চুয়াডাঙ্গা জেলার নবাগত জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, কেডিকে ইউপি চেয়ারম্যান খায়রুল বাশার শিপলু, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস, রায়পুর  ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

উপজেলা প্রশাসনের সভাকক্ষে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস জেলার নানাবিধ উন্নয়নের উপর আলোকপাত করে বক্তব্য দেন। পরে তিনি ২০১৩ সালে উদ্বোধনকৃত জীবননগরের দৌলৎগঞ্জ স্থলবন্দর পরিদর্শন করেন এবং উপস্থিত সকলের কাছে এ বন্দরটি চালুকরণে মতবিনিময় করেন।

এ ছাড়াও তিনি জীবননগর উপজেলা ভূমি অফিস, উপজেলার মনোহরপুরে নির্মাণাধীন কারিগরি স্কুল এন্ড কলেজ ও মনোহরপুরে দরিদ্রদের জন্য আবাসন স্থাপনা পরিদর্শন করেন।

মন্তব্যসাতদিনের সেরা