kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

অবৈধ পথে ভারত থেকে ফেরা, বেনাপোলে আটক ১৪

বেনাপোল (যশোর) প্রতিনিধি   

২৩ অক্টোবর, ২০১৮ ১৬:০৫ | পড়া যাবে ১ মিনিটেঅবৈধ পথে ভারত থেকে ফেরা, বেনাপোলে আটক ১৪

ভারত থেকে অবৈধ পথে আসার পর বাড়ি ফেরার সময় শিশুসহ ১৪ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে তাদের আটক করে বিজিবি। এদের মধ্যে ৩ শিশু, তিনজন নারী ও আটজন পুরুষ রয়েছে। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টে কর্মরত সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেনাপোল হতে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস (বিআরটিসি) তল্লাশি করে শিশুসহ ১৪ জন বাংলাদেশি নারী-পুরুষকে আটক করা হয়।

তাদের মধ্যে তিনজনের বাড়ি পিরোজপুর ও ১১ জনের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। 

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ পথে ভারত হতে আসার কারণে তাদের আটক করা হয়। আটককৃত বাংলাদেশি নাগরিকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

মন্তব্যসাতদিনের সেরা