kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

অভিযুক্ত জেএমবি সদস্য আটক

কালের কণ্ঠ অনলাইন   

২৩ অক্টোবর, ২০১৮ ০৮:৫৮ | পড়া যাবে ১ মিনিটেঅভিযুক্ত জেএমবি সদস্য আটক

বরিশালে মোহাম্মদ মানিক বেপারী (২৪) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব।

র‍্যাবের দাবি, মানিক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।

গতকাল সোমবার (২২ অক্টোবর) মাদারীপুর জেলার সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি   মাদারীপুর সদর থানা এলাকার চরপখিরা এলাকার মোহাম্মদ বেপারীর ছেলে।সোমবার রাতে র‌্যাব-৮ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাবের ভাষ্যমতে, গোয়েন্দা নজরদারির মাধ্যমে র‌্যাব বরিশাল অঞ্চলে কয়েকজন জঙ্গির অবস্থান সম্পর্কে তথ্য পায়। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তৎপরতা শুরু হয়। একপর্যায়ে মাদারীপুর সদর থানা এলাকা থেকে আটক করা হয় জেএমবি সদস্য মানিককে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক নিষিদ্ধ ঘোষিত জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। আটকের সময় তার কাছ থেকে ২৪টি উগ্রপন্থি বই, তিনটি পাসপোর্ট সদৃশ বই ও ৮২৪টি বিভিন্ন দাওয়াতি লিফলেট উদ্ধার করা হয়।

মানিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার সহযোগীদের আইনের আওতায় আনতে র‌্যাব-৮ তৎপর বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্যসাতদিনের সেরা