kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

চলনবিলে নৌকাডুবির ঘটনা

১৭ জনের প্রাণ রক্ষায় সুমন-শাহনাজের সাহসিকতার সম্মাননা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি   

২৩ অক্টোবর, ২০১৮ ০১:১৮ | পড়া যাবে ১ মিনিটে১৭ জনের প্রাণ রক্ষায় সুমন-শাহনাজের সাহসিকতার সম্মাননা

ছবি: কালের কণ্ঠ

পাবনার চাটমোহরের চলনবিলে নৌকাডুবির ঘটনায় থেকে মোট সতের জন আরোহীর প্রান রক্ষা করেছে সুমন ও শাহনাজ। সুমন ও শাহনাজের এই অসামান্য সাহসিকতার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করেছে পাবনা জেলা প্রশাসন ও প্রাইম ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
 
পাবনা জেলা প্রশাসন এর আয়োজনে ও প্রাইম ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তাদের উপস্থিতিতে সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুমন ও শাহনাজকে পুরস্কৃত করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জাহাঙ্গীর চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং ব্রাঞ্চ হেড ময়েন উদ্দিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গোলাম রব্বানি, সিইও ড ইকবাল আনোয়ার। সম্মাননা শেষে শাহনাজ ও সুমনকে নগদ ৩০ হাজার টাকা ও সেলাই মেশিন প্রদান করা হয়। 
 
গত ৩১ আগস্ট সন্ধ্যায় চাটমোহর উপজেলার চলনবিলে একটি নৌকা ডুবির ঘটনায় সুমন ও শাহনাজ একটি ডিঙ্গী নৌকা নিয়ে ১৭ জন মানুষকে তীরে উঠতে সহায়তা করে। এ নৌকা ডুবির ঘটনায় মারা যায় ৫ জন।

মন্তব্যসাতদিনের সেরা