kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

অভয়নগরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে মানববন্ধন

অভয়নগর (যশোর) প্রতিনিধি   

২২ অক্টোবর, ২০১৮ ২১:২৬ | পড়া যাবে ১ মিনিটেঅভয়নগরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে মানববন্ধন

'আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো' এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের অভয়নগরে জাতীয় সড়ক দিবস-২০১৮ উপলক্ষে মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান গেটের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীনুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আতাউর রহমান, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক প্রবীর কুমার মল্লিক, সিনিয়র শিক্ষক সুনীল কুমার দাস, এস এম ফারুক আহমেদ, এসএম এমদাদ হোসেন, শেখর চন্দ্র হালদার, এসএম ইমরান হোসেন, নাজমুন নাহার সুমা, সামিনা পারভীন প্রমুখ।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

মন্তব্যসাতদিনের সেরা