kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

বিশ্বনাথে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি   

২২ অক্টোবর, ২০১৮ ২০:৫১ | পড়া যাবে ২ মিনিটেবিশ্বনাথে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

'আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো' এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত সভাস্থলে এসে শেষ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার ফজলুল হকের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা।

আরো বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, রফিক হাসান মেম্বার।

র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, ডেপুটি কমান্ডার রনজিৎ ধর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, সমাজ সেবা কর্মকর্তা কৃষ্ণা রাণী তালুকদার, বিশ্বনাথ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য নূর উদ্দিন, সাংবাদিক আশিক আলী, নবীন সোহেল, ইউপি মেম্বার আবদুল মুমিন মামুন, হেলাল আহমদ, উপজেলা যুবলীগ নেতা দুলাল মিয়া, উপজেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি শেখ ফজর রহমান, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েল, সহসভাপতি আক্তার হোসেন, সংগঠক কবির আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।

মন্তব্যসাতদিনের সেরা