kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

নিরাপদ সড়ক পরিবহন বিল পাস

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মঠবাড়িয়ায় শোভাযাত্রা

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর   

২২ অক্টোবর, ২০১৮ ১৭:৫৮ | পড়া যাবে ১ মিনিটেপ্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মঠবাড়িয়ায় শোভাযাত্রা

নিরাপদ সড়ক পরিবহন বিল-২০১৮ জাতীয় সংসদে পাস হওয়ায় পিরোজপুরের মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী কে এম লতীফ ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শহরে শোভাযাত্রা করেছে।

আজ সোমবার সকালে বিদ্যালয় চত্বর হতে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখ সড়কে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকসহ শিক্ষার্থীরা অংশ নেন।

শেষে সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয় ম্যনেজিং কমিটির সদস্য ও মঠবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সদস্য বাদল ওঝা, শিক্ষক নূরুল ইসলাম, জায়েদা ইসলাম, শিক্ষার্থী মরিয়ম আক্তার ও নওশাদ প্রমুখ।

বক্তারা নিরাপদ সড়ক পরিবহন আইন-২০১৮ সংসদে পাস হওয়া প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সড়কে আইন মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

মন্তব্যসাতদিনের সেরা