kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

বিভিন্ন আয়োজনে গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি    

২২ অক্টোবর, ২০১৮ ১২:৪৮ | পড়া যাবে ১ মিনিটেবিভিন্ন আয়োজনে গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। 'আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো'- এই স্লোগানকে সামনে রেখে দিবসটি পালিত হয়।

জেলা প্রশাসন ও বিআরটিএ এর আয়োজনে আজ সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।

সমাবেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শান্তি মণি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন। 

শোভাযাত্রাতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রোভার স্কাউটের সদস্য ও ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।

মন্তব্যসাতদিনের সেরা