kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

নালিতাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীকে ল্যাপটপ উপহার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি   

২১ অক্টোবর, ২০১৮ ১৬:৪২ | পড়া যাবে ১ মিনিটেনালিতাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীকে ল্যাপটপ উপহার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) এক শিক্ষার্থীকে ল্যাপটপ উপহার দেওয়া হয়েছে। আজ রবিবার দুপুরে পৌরসভা কার্যলয়ে এ ল্যাপটপ উপহার দেওয়া হয়।

সূত্রে জানা গেছে, উপজেলার সামতারা আক্তার নামে এক বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর এক হাত ও পা জন্মগতভাবে অক্ষম। কিন্তু এই অক্ষমতাকে রুখে দিয়ে সে বর্তমানে স্নাতক প্রথম বর্ষে লেখাপড়া করছে। সম্প্রতি তিনি একটি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। তার হার না মানা দৃঢ় প্রত্যয়ের বিষয়টি নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সালাম ফারুক জানতে পারেন। তাই অধম্য মেধাবী এই শিক্ষার্থীকে উৎসাহ যোগাতে তিনি নিজ অর্থায়নে একটি ল্যাপটপ উপহার দেন।

ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, প্রেস ক্লাব সভাপতি এম এ হাকাম হীরা, সাংবাদিক আবদুল মান্নান সোহেল, স্থানীয় চিকিৎসক মশিউর রহমান, প্যানেল মেয়র সুরঞ্জিৎ সরকার বাবলু, সংগঠক সামসউদ্দিন চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা