kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১                       

জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি   

২১ অক্টোবর, ২০১৮ ১৫:২৫ | পড়া যাবে ১ মিনিটেজগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় গাছ কাটতে গিয়ে এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। আজ রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম আবিদ হোসেন। তিনি চাঁদপুর জেলার মতলবপুর গ্রামের বাসিন্দা। ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌরশহরের কলোনীতে একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

স্থানীয়রা জানান, জগন্নাথপুর পৌরসভার হবিবপুর দক্ষিণপাড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করছিলেন আবিদ হোসেন। হঠাৎ করে অসাবধানতা বশত ওপরে থাকা বিদ্যুতের তার ছিঁড়ে তার গায়ে পড়ে। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসাইন।

জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ আবাসিক প্রকৌশলী মো. আজিজুল ইসলাম আজাদ জানান, একজন বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে বলে শুনেছি। 

মন্তব্যসাতদিনের সেরা