kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

নওগাঁয় মহিলা দলের মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি   

২০ অক্টোবর, ২০১৮ ১৮:০৮ | পড়া যাবে ২ মিনিটেনওগাঁয় মহিলা দলের মানববন্ধন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে নওগাঁ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের পূর্ব নির্ধারিত মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টা থেকে শহরের কেডির মোড়ে বিএনপি কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এর আগে মহিলা দলের পুর্ব নির্ধারিত মানববন্ধন কর্মসূচি পুলিশি বাধার কারণে নির্ধারিত স্থান নওগাঁ নওজোয়ান মাঠের সামনের প্রধান সড়কে করতে পারেনি সংগঠনটি।

এ সময় জেলা মহিলা দলের আহ্বায়ক সাবেক এমপি রায়হান আকতার রনির সভাপতিত্বে মহিলা দলের সদস্য সচিব ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শবনম মোস্তারী কলি, যুগ্ম আহ্বায়ক সামিনা পারভীন, মহিলা দলনেত্রী ও রানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোনিয়া ইসলাম, পত্নীতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় অন্যান্যের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লে. কর্ণেল (অব.) আব্দুল রতিফ খান, জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম সম্পাদক আমিনুল হক বেলাল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানা, যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেনসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা