kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

ঠাকুরগাঁওয়ে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি   

২০ অক্টোবর, ২০১৮ ১৫:৫৪ | পড়া যাবে ১ মিনিটেঠাকুরগাঁওয়ে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ

বিএনপি জামায়াতের সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে ওয়ার্কার্স পার্টি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে জেলা কোর্ট চত্বর বটমূল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে শহরের সমবায় মার্কেট এলাকায় সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে ঠাকুরগাঁও তিন আসনের এমপি ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ইয়াসিন আলী বক্তব্য দেন।

এ সময় তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে ও একাদশ জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আবারো ষড়যন্ত্রে নেমেছে বিএনপি জামায়াত। তাই মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলে সজাগ থেকে এই ষড়যন্ত্রকে প্রতিহত করে দেশকে উন্নয়ন ও শান্তির পথে নিয়ে যেতে সকলের সহযোগীতা প্রয়োজন।

সমাবেশে জেলা কমিটির সাধারণ  সম্পাদক এ্যড. ইমরান চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা