kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

স্বরূপকাঠিতে ইউএনও'র ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি   

১৮ অক্টোবর, ২০১৮ ১৭:৫৮ | পড়া যাবে ১ মিনিটেস্বরূপকাঠিতে ইউএনও'র ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি

পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদের মোবাইল ফোন নাম্বার ক্লোন করে দুই ইউপি সচিবদের নিকট চাঁদা দাবি করছে একটি প্রতারক চক্র।

ওই চক্রটি নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল মোবাইল ফোন নম্বরটি ক্লোন করে স্বরূপকাঠি সদর ও আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সচিবদের কাছে চাঁদাদাবি করে।

ইউপি সচিবরা বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। স্বরূপকাঠি সদর ইউনিয়ন পরিষদের সচিব অলি আহম্মেদ বলেন, বুধবার সকালে হঠাৎ স্যারের নম্বর থেকে তার ফোনে একটা কল আসে।

কল রিসিভ করতেই ফোনের ওপর প্রান্ত থেকে চলতি দুর্গা পূজার খবর নিয়ে তার কাছে ১৫ হাজার টাকা চাওয়া হয়। তবে তার ফোনে আসা ওই কলের কণ্ঠস্বর ইউএনও স্যারের নয় সন্দেহ হওয়ায় বিষয়টি ইউএনও স্যারকে জানাই।

এ বিষয়ে জানতে চাইলে ইউএনও আবু সাঈদ ইত্তেফাককে বলেন, তার অফিসিয়াল (০১৭১৯৭৫৩৬৩৮) মোবাইল ফোন নম্বরটি ক্লোন করে ইউপি সচিবদের কাছে ফোন করে টাকা চাচ্ছে প্রতারক চক্র। বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে কোনো প্রকার টাকা-পয়সা লেনদেন না করাসহ সকলকে সতর্ক থাকার অনুরোধ করেন তিনি।

মন্তব্যসাতদিনের সেরা