kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

দেশে এখন নির্বিঘ্নে উৎসব পালিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৮ অক্টোবর, ২০১৮ ১৫:২৯ | পড়া যাবে ১ মিনিটে দেশে এখন নির্বিঘ্নে উৎসব পালিত হচ্ছে

'বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শাসনামলে দেশে সবাই  যার যার ধর্ম ও উৎসব নির্বিঘ্নে পালন করতে পারছে। এটা সম্ভব হয়েছে শুধু শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী বলেই।' 

আজ বৃহস্পতিবার দিনব্যাপী ফরিদপুর-১ আসনের নির্বাচনী এলাকা মধুখালী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে পূজা কমিটি ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়কালে এসব কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম। 

কাজী সিরাজুল ইসলাম বলেন, গত সাড়ে ৯ বছরে শেখ হাসিনা দেশে অর্থনৈতিক বিপ্লব ঘটিয়েছেন। এ সময় দেশের অর্থনীতি শক্তিশালী হয়েছে। অর্থনীতির চাকা গতিশীল  ও সচল রাখতে আরেকবার শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। সে জন্য নৌকা প্রতীকে ভোট দিতে হবে। তিনি সকলের খোঁজ-খবর নেন এবং আর্থিক সহযোগিতা করেন।

এ সময় কাজী সিরাজুল ইসলামের সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগ সভাপতি সৈয়দ কবিরুল আলম মাও, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটর সদস্য আকরামুল করিম, নজরুল ইসলাম, আসাদুল করিম, শরীফুল ইসলাম কল্লোল প্রমুখ। 

মন্তব্যসাতদিনের সেরা