kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১                       

মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার   

১৭ অক্টোবর, ২০১৮ ২২:৪৩ | পড়া যাবে ১ মিনিটেমহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের মহেশখালী দ্বীপের মাতারবাড়ি ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে দুই নলকূপ শ্রমিক। আজ বুধবার বিকেলে মাতারবাড়ির রাজঘাট দিলপাড়ায় এ ঘটনা ঘটে। 

বিদ্যুৎস্পৃষ্টে নিহতরা হলেন- মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের মৃত আবুল কাশেমের ছেলে মোস্তাক ও একই এলাকার নুরুল ইসলামের ছেলে কাউছার। মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাতারবাড়ি উপ-স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জানিয়েছেন, নিহত দুই শ্রমিক মাতারবাড়ির রাজঘাট বিলপাড়ার আবুল বশরের বাড়িতে একটি গভীর নলকূপ বসানোর কাজ করছিলেন। নলকূপ বসানোর প্রাথমিক কাজ শেষে ভূগর্ভ থেকে একটি পাইপ তোলার কাজ চলছিল। ওই সময় পাশে থাকা পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের তার স্পর্শ করে তাদের শরীর। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ দুই নলকূপ শ্রমিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেছেন, ঘটনায় কারো অবহেলা আছে কিনা খতিয়ে দেখা হবে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

মন্তব্যসাতদিনের সেরা