kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

রাঙ্গুনিয়ায় অভিযানে পুড়িয়ে দেওয়া হলো ড্রেজার মেশিন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি   

১৭ অক্টোবর, ২০১৮ ১৭:৩৬ | পড়া যাবে ১ মিনিটেরাঙ্গুনিয়ায় অভিযানে পুড়িয়ে দেওয়া হলো ড্রেজার মেশিন

রাঙ্গুনিয়ায় অবৈধভাবে বালু তোলার দায়ে দু'টি খনন যন্ত্র পুড়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করে নষ্ট করে দেওয়া হয়েছে বালু তোলার পাইপ ও সরঞ্জামাদি।

মঙ্গলবার দুপুরে উপজেলার লালা নগর ইউনিয়নের সৈয়দ নগর ও হোছনাবাদ ইউনিয়নের মোগলের হাট এলাকার তিন স্থানে সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম পূর্বিতা চাকমা এই অভিযান চালান। আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ।

নির্বাহী হাকিম পূর্বিতা চাকমা বলেন, উপজেলার পারুয়া ও হোছনাবাদ ইউনিয়নে খাল থেকে দীর্ঘদিন ধরে খনন যন্ত্র দিয়ে অবৈধভাবে বালু তোলার অভিযোগ রয়েছে। অভিযানে তিনটি স্থান থেকে বালু তোলার দু'টি যন্ত্র জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়। নষ্ট করা হয় বালু তোলার পাইপ ও সরঞ্জামাদি।

তবে এসময় বালু তোলার সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। অবৈধ বালু তোলা বন্ধে উপজেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্যসাতদিনের সেরা