kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

'নৌকার গণজোয়ার সৃষ্টিতে ছাত্রলীগকে ভূমিকা রাখতে হবে'

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি   

১৭ অক্টোবর, ২০১৮ ১৬:২১ | পড়া যাবে ১ মিনিটে'নৌকার গণজোয়ার সৃষ্টিতে ছাত্রলীগকে ভূমিকা রাখতে হবে'

আগামী জাতীয় নির্বাচনে নৌকার গণজোয়ার সৃষ্টিতে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তিনি বলেন, নৌকার গণজোয়ার সৃষ্টিতে ছাত্রলীগকে সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ছাত্রলীগের মূল শ্রোতে থেকে শৃঙ্খলার সঙ্গে সকল নেতা-কর্মীকে সংগঠনের কার্যক্রম পরিচালিত করতে হবে। 

গতকাল মঙ্গলবার বিকেলে মির্জাপুর পৌরসভা মিলনায়তনে স্থানীয় এমপি একাব্বর হোসেনসহ স্থানীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে শোভন বলেন, ছাত্রলীগ করতে হলে ছাত্রলীগের সংবিধান ও নেতাদের নির্দেশ মানতে হবে। রাজনীতির পাশাপাশি লেখাপড়ায় থাকতে হবে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে টাঙ্গাইল জেলা ছাত্রলীগ মীর আসিফ অনিককে সভাপতি ও মো. শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে মির্জাপুর উপজেলা ছাত্রলীগের যে কমিটি অনুমোদন দিয়েছেন তাদের নেতৃত্বেই সংগঠনের কার্যক্রম চালিয়ে যেতে হবে। 

এর আগে শোভন মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির মঞ্চে ফুলের তোড়া দেন।  

 

মন্তব্যসাতদিনের সেরা