kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

ফরিদপুর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৭ অক্টোবর, ২০১৮ ১৩:১৬ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার (১৭ অক্টোবর) ফরিদপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে দুর্গাপূজার দ্বিতীয় দিনে মহা অষ্টমী পূজা ও কুমারী পূজার অনুষ্ঠিত হয়েছে।

এবার মালিনী রূপে যে কুমারী দুর্গা মা হিসেবে পূজিত হচ্ছে সে হলো শহরের আলীপুর নিবাসী দেব চক্রবর্তী ও তনুশী চক্রবর্তী দম্পতির সাত বছরের মেয়ে জয়িতা চক্রবর্তী। সে শহরের পূর্ব খাবাসপুর এলাকার মহাকালী পাঠশালার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। কুমারী পূজার পুরোহিত ছিলেন নিলয় চক্রবতী। বহু ভক্ত পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ ছাড়া আজ সকালে জেলার ৯ উপজেলার সাত শতাধিক মণ্ডপে মহা অষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন মণ্ডপে উপোস থেকে ভক্তরা দুর্গা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়েছে।

সকাল থেকেই বিভিন্ন  বয়সের ভক্ত দর্শনার্থীরা নতুন পোশাক পরে পূজা মণ্ডপে ভিড় করে। এ সময় পুরোহিতের মন্ত্রোচ্চারণ, ঢাকের বাজনা এবং শঙ্খধ্বনিতে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

মন্তব্যসাতদিনের সেরা