kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

বেনাপোল সীমান্তে ফেনসিডিল জব্দ, নারী আটক

বেনাপোল (যশোর) প্রতিদিন    

১৬ অক্টোবর, ২০১৮ ১৯:৪৫ | পড়া যাবে ১ মিনিটেবেনাপোল সীমান্তে ফেনসিডিল জব্দ, নারী আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩৯০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ ও ৩০ বোতল ফেনসিডিলসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক নাছিমা আক্তার শার্শা উপজেলার শ্যামলাগাছি পোতাপাড়া এলাকার জামাল হোসেনের স্ত্রী।

আজ মঙ্গলবার ভোরে বেনাপোল সীমান্তের পুটখালী উত্তর পাড়া গ্রামে অভিযান চালিয়ে ও সকালে পুটখালী মসজিদ বাড়ি বিজিবি পোস্ট থেকে এ ফেনসিডিল জব্দ করে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী উত্তর পাড়া গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৯০ বোতল ও পুটখালী মসজিদ বাড়ি বিজিবি পোস্ট থেকে নাছিমা আক্তারকে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয়।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহমেদ জানান, বেনাপোল সীমান্ত থেকে মোট ৪২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দসহ একজন নারীকে আটক করা হয়েছে। আটক ফেনসিডিল খুলনা ২১ ব্যাটালিয়নে জমা দেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা