kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৬ অক্টোবর, ২০১৮ ০৪:৫২ | পড়া যাবে ১ মিনিটেবিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

ছবি: কালের কণ্ঠ

ময়মনসিংহের গফরগাঁওয়ে কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজে বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত বই পড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কলেজের হল রুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ সাংবাদিক শফিকুল কাদির।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক মোসাব্বেরুল হক, বই পড়া কর্মসূচির সমন্বয়ক প্রভাষক কবি সারোয়ার জাহান, কলেজ পরিচালনা কমিটির সদস্য খোকা মিয়া, প্রভাষক উম্মে কুলসুম, প্রভাষক আফরোজা বেগম প্রমুখ। 

উল্লেখ্য বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ৬ মাস মেয়াদি বই পড়া প্রতিযোগীতায় কলেজের ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে দেশীয় ও বিশ্ব সাহিত্যের নির্বাচিত ১২টি বই পাঠ্যভুক্ত করা হয়। অংশগ্রহণকারী ৭০ জন শিক্ষার্থীর মধ্যে ১৮ জনকে পুরস্কৃত করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা