kalerkantho

বুধবার । ৩১ আষাঢ় ১৪২৭। ১৫ জুলাই ২০২০। ২৩ জিলকদ ১৪৪১

তারুণ্যের অগ্রদূতের প্রশংসনীয় উদ্যোগ

পূজায় নতুন পোশাক পেল চাঁদপুরের অর্ধশত পথশিশু

চাঁদপুর প্রতিনিধি   

১৫ অক্টোবর, ২০১৮ ১৮:০৯ | পড়া যাবে ১ মিনিটেপূজায় নতুন পোশাক পেল চাঁদপুরের অর্ধশত পথশিশু

চাঁদপুরে শারদীয় দুর্গোৎসবে ছিন্নমূল পথশিশুদের মাঝে নতুন পোশাক তুলে দিয়েছে সামাজিক সংগঠন তারুণ্যের অগ্রদূত।

আজ সোমবার দুপুরে শহরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অর্ধশত শিশুদের নতুন এই পোশাক তুলে দেওয়ার আগে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

তারুণ্যের অগ্রদূতের সভাপতি ভিভিয়ান ঘোষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাদিরা আক্তারের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, উপদেষ্টা লায়ন মাহমুদ হাসান খান, সাংবাদিক ফারুক আহম্মদ, সাখাওয়াত ইমন প্রমূখ। পরে উপস্থিত শিশুদের হাতে সংগঠনের পক্ষ থেকে নতুন পোশাক তুলে দেওয়া হয়।

সংগঠনের কর্মকর্তারা জানান, শুধু ঈদ, পূজা কিংবা অন্য কোনো উৎসবই নয়, চাঁদপুরে ছিন্নমূল পথশিশুদের আলোকিত মানুষ হতে বিশেষ পাঠদান, শিক্ষা উপকরণ বিতরণও করে যাচ্ছে। এর ফলে ইতোমধ্যে সরকারি-বেসরকারি বেশকিছু সম্মাননা অর্জন করেছে তারুণ্যের অগ্রদূত। 

মন্তব্যসাতদিনের সেরা