kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

দুর্গোৎসব উপলক্ষে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়

হিলি (দিনাজপুর) প্রতিনিধি   

১৫ অক্টোবর, ২০১৮ ১৬:১৫ | পড়া যাবে ১ মিনিটেদুর্গোৎসব উপলক্ষে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে শুভেচ্ছা জানানো হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শুন্য রেখায় বিজিবি ও বিএসএফ'র মাঝে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বিনিময়ের সময় বিএসএফ'র পক্ষে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার সাম্পান্না ও বিজিবির পক্ষে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার এ টি এম মোস্তফা উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার এ টি এম মোস্তফা জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিজিবি'র পক্ষ থেকে ১০প্যাকেট মিষ্টি উপহার দিয়ে বিএসএফকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি তারাও আমাদের শুভেচ্ছা জানিয়েছে।

তিনি আরো বলেন, সীমান্তে সৌহার্দ্য, সম্প্রতি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে দু দেশের বিভিন্ন জাতীয় ও ধমীর্য় অনুষ্ঠানগুলিতে আমরা একে অপরকে মিষ্টি ও বিভিন্ন ধরনের সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি।

মন্তব্যসাতদিনের সেরা