kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবদক, কুমিল্লা    

১৫ অক্টোবর, ২০১৮ ১৫:০২ | পড়া যাবে ১ মিনিটেদুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

কুমিল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. সুজন ওরফে বাট্টু মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল  রবিবার (১৪ অক্টোবর) গভীর রাতে নগরীর বিষ্ণুপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আজ সোমবার (১৫ অক্টোবর) লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতরাত সাড়ে ১২টার দিকে সুজনকে কে বা কারা বাড়ি থেকে ডেকে পার্শ্ববর্তী নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় নিয়ে যায়। সেখানে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। তার চিৎকার শুনে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি দেখে আজ সোমবার ভোরে ঢাকায় নেওয়ার পথে মারা যান সুজন।

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও ঘাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্যসাতদিনের সেরা