kalerkantho

শুক্রবার । ২৩ আগস্ট ২০১৯। ৮ ভাদ্র ১৪২৬। ২১ জিলহজ ১৪৪০

চৌগাছা পৌর বিএনপির সভাপতি গ্রেপ্তার

চৌগাছা (যশোর) প্রতিনিধি   

১১ অক্টোবর, ২০১৮ ১৮:৩৮ | পড়া যাবে ১ মিনিটেচৌগাছা পৌর বিএনপির সভাপতি গ্রেপ্তার

যশোরের চৌগাছা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ারকে থানা পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় পৌর সদরের বাঁকপাড়ায় নিজ বাড়িরপিাশের রাস্তা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ বলছে, থানার এসআই সালাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বিএনপি নেতা সেলিম রেজা আওলিয়ারকে বাঁকপাড়া এলাকা থেকে আটক করে।

তিনি নাশকতা মামলার আসামী। সেই মামলায় তাকে আটক করা হয়। তাকে ইতোমধ্যেই জেলহাজতে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট থানার সেকেন্ড অফিসার এস আই আকিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা