kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

বগুড়ায় ট্রাক খাদে পড়ে মা-মেয়ে নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২৬ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:৫৬ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ায় ট্রাক খাদে পড়ে মা-মেয়ে নিহত

বগুড়ার শাজাহানপুরে সেতুর রেলিং ভেঙে ট্রাক খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার বনানী ফটকি সেতুতে বগুড়া-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল। 

নিহতরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার শাহপাড়া গ্রামের আবদুল কাইউমের স্ত্রী জাহেদা (৪৫) ও তার মেয়ে সাবিনা (২০)।

এ ব্যাপারে ওসি জিয়া বলেন, চট্টগ্রাম থেকে রডবোঝাই ট্রাকটি ঠাকুরগাঁও যাচ্ছিল। ঢাকার সাভার থেকে ওই ট্রাকের যাত্রী হন জাহেদা ও সাবিনা। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।

দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি। তিনি বলেন, তাদের আটকের চেষ্টা চলছে।

মন্তব্যসাতদিনের সেরা