kalerkantho

বুধবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৭। ২ ডিসেম্বর ২০২০। ১৬ রবিউস সানি ১৪৪২

বেরোবিতে জার্নাল অব পলিটিক্যাল সায়েন্স'র মোড়ক উন্মোচন

রংপুর অফিস   

২৫ সেপ্টেম্বর, ২০১৮ ২০:২৬ | পড়া যাবে ১ মিনিটেবেরোবিতে জার্নাল অব পলিটিক্যাল সায়েন্স'র মোড়ক উন্মোচন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 'জার্নাল অব পলিটিক্যাল সায়েন্স' এর প্রথম ইংরেজি সংখ্যার মোড়ক উম্মোচন করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে এই জার্নালের মোড়ক উম্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এবং জার্নালটির সম্পাদক প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান-এর সঞ্চালনায় মোড়ক উম্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাইবার সেন্টার এর পরিচালক ও সহকারী প্রক্টর শামসুজ্জামান, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী প্রক্টর এইচ এম তারিকুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা-ই-লানিং সেন্টার এর পরিচালক ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ড. এ আর এম তৌফিকুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. রশীদুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দসহ বেশ কয়েকটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। 

মন্তব্যসাতদিনের সেরা