kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১                       

কলেজ জাতীয়করণ করায় ঈশ্বরদীতে আনন্দ মিছিল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি   

২৫ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:৫৮ | পড়া যাবে ১ মিনিটেকলেজ জাতীয়করণ করায় ঈশ্বরদীতে আনন্দ মিছিল

সদ্য জাতীয়করণ তালিকায় ঈশ্বরদীর ঐতিহ্যবাহী সাঁড়া মাড়োয়ারী স্কুল এন্ড কলেজ অন্তর্ভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ এমপিকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ।

আজ মঙ্গলবার সকালে ঈশ্বরদীর সাঁড়া মাড়োয়ারী স্কুল এন্ড কলেজে এসব কর্মসূচি পালিত হয়। আনন্দ মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে ঈশ্বরদী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে পুনরায় ফিরে যায়।

সেখানে সংক্ষিপ্ত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ এমপির প্রতি বিশেষ কৃতজ্ঞা জানিয়ে এবং সরকারের বহুবিদ উন্নয়নের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আয়নুল ইসলাম, সহকারী অধ্যাপক শহিদুল হক, সহকারী প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, মীর হান্নানুর রহমান ও মিনহাজুর রহমান। 

মন্তব্যসাতদিনের সেরা