kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১                     

যানবাহনের দীর্ঘ জট

শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলছে সীমিত আকারে

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    

২৫ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:২৪ | পড়া যাবে ২ মিনিটেশিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলছে সীমিত আকারে

পদ্মা নদীতে গত ২৪ ঘণ্টায় ৩০ সেন্টিমিটার পানি হ্রাসসহ গত তিন দিনে ৭৫ সেন্টিমিটার পানি কমে নাব্যতা সংকট প্রকট রূপ নিয়েছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে।

নাব্যতা সংকটে ও লৌহজং টার্নিংয়ে বড় ধরনের চর জেগে ওঠায় গতকাল সোমবার (২৪ সেন্টিমিটার)  বিকেল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ১৫ ঘণ্টা  ফেরি বন্ধ থাকার পর ৪-৫টি ফেরি হালকা যানবাহন নিয়ে কোনরকমে চলাচল শুরু করেছে। উভয় ঘাটে অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাসসহ সাত শতাধিক যানবাহন আটকে রয়েছে।

বিআইডাব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর শিমুলিয়া অংশে ৩০ সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে। এ নিয়ে গত তিন দিনে ৭৫ সেন্টিমিটার পানি কমল। এতে দেশের গুরুত্বপূর্ণ এ নৌরুটের লৌহজং টার্নিংয়ে তীব্র নাব্যতা সংকট দেখা দেয়। একদিকে পানি কমে যাওয়ায় ও উজানের নদী ভাঙনের পলি পড়ায় লৌহজং টার্নিংয়ে বড় ধরনের ডুবোচর জেগে ওঠে। এতে নৌচলাচল গত তিন দিন ধরেই চরম বিঘ্ন ঘটছিল। রবিবার রাতেই বন্ধ করে দেওয়া হয় রো রো ফেরি।

সোমবার সকাল থেকে ৮-৯টি ফেরি কোনমতে হালকা যানবাহন নিয়ে চললেও বিকেলে সকল ফেরি বন্ধ করে দেওয়া হয়। ১৫ ঘণ্টা পর আজ মঙ্গলবার সকাল ৮টায়  ৪-৫ টি ছোট মাঝারি কেটাইপ ফেরি চলাচল শুরু করলেও সেগুলো কোনমতে হালকা যানবাহন নিয়ে চলতে গিয়েও হিমশিম খাচ্ছে।

লৌহজং টার্নিংয়ে তীব্র স্রোত বহমান থাকায় ড্রেজার স্থাপন কঠিন হয়ে পড়েছে। এতে সংকট ঘনীভূত হচ্ছে। ফলে এ রুটের ফেরিগুলোকে ঘাট এলাকায় নোঙর করে রাখা হয়েছে। উভয় ঘাটে সাত শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। 

মন্তব্যসাতদিনের সেরা