kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

কালের কণ্ঠ অনলাইন   

২৫ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:৩৭ | পড়া যাবে ১ মিনিটেকুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

কুষ্টিয়ার ভেড়ামারায় ও ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। নিহত সুমাইয়া (৬) মধুপুর এলাকার আছানুর রহমানের মেয়ে। আজ মঙ্গলবার সকালে ভেড়ামারা শহরের প্রাণকেন্দ্র চার রাস্তার মোড় নামক স্থানে নসিমন উল্টে এর হেলপার (২৪) নিহত হয়েছেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পাবনা থেকে ছেড়ে আসা একটি নছিমন ভেড়ামারা শহরের প্রাণকেন্দ্র চার রাস্তা মোড়ে এসে উল্টে যায়। এতে গুরুতর আহত হন নসিমনের হেলপার (২৪)। এ অবস্থায় নসিমনের যাত্রীরা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। নিহত হেলপারের নাম জানা যায়নি।

অপরদিকে, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান,  সকাল ১০টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মধুপুর ইটভাটা বাজারের কাছে রাস্তা পার হচ্ছিল সুমাইয়া (০৬) নামে একটি শিশু। এসময় মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।

 

মন্তব্যসাতদিনের সেরা